ভ্রূণত্যাগের পর

একটি জরায়ু আটবার গর্ভধারণ করেছিল 
আটবারই সফল সন্তানদান। 
একটি জরায়ু, মাত্র একবার। 
প্রথম জরায়ু ( ১৯০১-১৯৯৯), দিদিমার। 
দ্বিতীয় জরায়ু ( ১৯৬৫- ), নাতনির। 
এখন, প্রতি মাসের দশম ও একাদশ দিনে 
দ্বিতীয় জরায়ুটি তার অজাত সন্তানদের জন্য 
কান্না রক্তপাত করছে। 
এখন, প্রতিটি বাঞ্ছিত ও অবাঞ্ছিত 
গর্ভপাতের পর 
দ্বিতীয় জরায়ুটি 
হীনম্মন্য 
ক্লান্ত 
অ্যানিমিক। 

© Yashodhara Ray Choudhuri
Avdio produkcija: Goethe Institut, 2015

After the termination

A womb had borne child eight times
And all eight times success was hers. 
Another womb, only once. 
The first womb ( 1901-1999), is the grandmother’s. 
The second womb ( 1965- ) , the grand daughter’s. 
Now, the second womb
Weeps blood for its’ unborn embryos
On the tenth and eleventh of every month. 
Now, after every wanted and unwanted
Termination, the second womb feels
Inferior
Tired
Anemic.

Translation: Yashodhara Ray Chaudhari