Subhro Bandopadhyay
স্বপ্ন আসলে
স্বপ্ন আসলে
স্বপ্ন আসলে নোংরা ঘিনঘিনে কোনও জন্তুর পিঠ
মহড়া বা অন্যান্য প্রকাশ্যের লোভে আমরা জড়িয়ে যাই
এভাবেই নিজেকে পেয়েছি অস্থিরতা
ছটফটে একটা ম্লানোজ্জ্বল পানকৌড়ি আধডোবা
পুকুরের নিজস্ব এপ্রিলে মুহূর্তেই যা হাতে পেয়েছি
তা মুণ্ডচ্ছিন্ন শরীর টাটকা রক্তে ভরে গেছে কলেজ ফেরত জামা
আপনি যাকে ঘিনঘিনে ভাবছেন
তা আসলে আমাদের প্রজন্মের না বুঝতে চাওয়া যৌবন
আপনি যাকে পাথরে ড্রিল মেশিনের শব্দ ভাবছেন
তা আসলে আমাদের উপমাবিহীন বাড়ি ফিরতে না চাওয়া সন্ধে
যেন আমরা বুঝতে পারছি না এই অসম্ভব ছটফটানির কারণ
যেন আচমকা কেউ এসে আমাদের শহরগুলোকে
বিরাট একটা ধাক্কা দিয়ে গেছে
ভিতরে আমরা বাক্সবন্দি পিঁপড়ের ঝাঁক
এখনও আমরা ধারালো ও বিষাক্ত দাঁড়া দিয়ে
পরস্পরকে রাসায়নিক বার্তা জানাচ্ছি
আপনার কৌতুহল বাড়াবে তারা
আপনার মনে পড়বে স্বপ্ন আসলে একটা বদ্ধ বাক্সে
কিছু স্নায়ুকোষের রাসায়নিক বিনিময়
এখানেই আমার সামনে রাস্তাগুলো খুলে আসে
নিউরোনের ফ্যাকাশে নিয়ে
গ্রীষ্মদুপুরের আলো যখন জ্বালা ধরাচ্ছে দৃষ্টিতে
সারা শরীরে কাচের গুঁড়ো যাকে আমরা ঘাম বলে ডাকি