Subhro Bandopadhyay
উপস্থিতি বিষয়ক
língua: bengali
Traduções :
inglês (About presences)
উপস্থিতি বিষয়ক
ক
ভাঙা নয় তবু কাচে ঢাকা ভিজে ঘাসের রাস্তায়
হাঁটছি আমরা, কেন মুড়ে রাখতে হয়
প্রশ্নচিহ্ন কমে আসা
বিকেলের গায়ে জমা হিমেল...
শব্দহীন গিয়েছিস তুই
তোর জায়গা নিয়েছে শান্ত
আর তোর নাম নেই কোথাও
শুধুই উপস্থিতি
খ
নামে ঢুকিয়ে দিয়েছি আয়নার ভাঙা টুকরো
আর কোনও সন্ধান নেই
উত্তর বা দিকনির্দেশ
এ পাথর কি যথেষ্ট নিজের জন্য?
শুধু গ্রাহক তুমি
উপস্থিতির না থাকা...