Sumanta Mukhopadhyay
ধর্ম
Idioma: bengalí
Traducciones:
alemán (Dharma)
ধর্ম
সাদা বরফ চুড়োর সামনে
দাঁড়িয়ে একদিন আমি কেঁদে ফেলেছিলাম তখন
আমার পেছনে একটা নীরব কুকুর এসে
নিশ্চিত দাঁড়িয়েছিলো একা
কালের চক্রের মত পাহাড়ি ঈগল
নিঃশব্দে উড়তে উড়তে
প্রশ্ন করেছিলো
এই শুরুর আগে কী আছে
শেষের পরে কী
আমি মহাভারতের কোনো চরিত্র ছিলাম না
তবু নিজেকে হঠাৎ খুব
সত্যি বলে মনে হয়েছিলো