Sumanta Mukhopadhyay
মহাভারত
Language: bengali
Translations:
german (Mahabharata)
মহাভারত
আকাশে টর্চের আলো ফেলে ফেলে
যে বস্তুটি চলে গেল
সে কি কোনও তালকানা মানুষ
ঈশ্বরের ছোটভাই
সাইকেলে দাদার খোঁজে বেরিয়েছে
হাইওয়ের দিকে
পেছনে ছলছল করছে
বুড়ি একটা তারা
তার সঙ্গে একটু কথা হলে
হয়তো জানা যেত
এই দৃশ্যের নির্মমতা কোথায়
লুকনো আছে
শুরুতে মাঝখানে নাকি
এর কোনও আদি অন্ত নেই