Sajjad Sharif

bengalisch

 

ছুরিচিকিত্সা

কেটে নেয়া মাথা, রক্তের ফোঁটা,
পিরিচে দু’ চোখ নড়েচড়ে উঠে 
দ্যাখে চুপচাপ: দু’ ফাঁক যোনির 
ভেতরে সাপের মোচড়ানো লেজ,
গহ্বরে ছোটা। রাত, সাবধান!
ঘুমের মধ্যে অস্ত্রোপচার - 
পোড়া ছাই, ধার অস্ত্রের ফলা,
সুতো, যকৃত্; সুনসান ফাঁকা:
ছুরি...‘চুপ করো’...ছুরি...চিত্কার...
শবাধারে চিত্, ছুরিচিকিত্সা। 
অদৃশ্য গলা, ‘যুগ যুগ ধরে 
অপেক্ষা যাঁর শেষ রাত্তিরে 
আসবেন তিনি; ততক্ষণ আমি 
দেখি বুক চিরে, তুমি তো কখনো 
আস্ত ছিলে না।’ আলগা শরীর 
চান্দ্র হলুদে কেউ নয় চেনা 
হাজার ঘোড়ার দামামা পিটছে 
আবহবাতাস...মাতাল গন্ধ...
আধো জাগা শব...দেহহীন ভার...
আর নীল লাল রুপালি নীরব।

© Sajjad Sharif
Audioproduktion: Goethe Institut, 2015