Sajjad Sharif

bengalisch

 

উপাখ্যান

যে দ্বীপে বসত করি তার নাম ক্ষণপরিত্রাণ 
সীমানানির্দেশ দেখে ভীত নাবিকেরা 
জাহাজ ফিরিয়ে নেয়। এই দ্বীপ ছয়মাস মোমসমুদ্রের 
মধ্যে ভেসে থাকে আর বাকি ছয়মাস 
অগ্নিপরিখার পেটে। মেঘ এসে উদরে চেপে রাখে 
ধাতুর ডিমের মতো এই জতুগৃহ, এর ঘন কালিমার 
ক্রন্দন-আকুল দিন—বেদনাশিখর 

কখনো হঠাৎ​ ঝড়—কোমরে পালক গোঁজা দ্বীপবালিকারা 
ফেনার জোয়ারে ভাসে। মানুষের বীজ 
দু’ পায়ে থেঁতলে দিয়ে অতিকায় দানো 
দাঁড়ায় সামনে এসে; আরো চায় ভোগ, করোটির 
পাত্র ভরে আরো চায় পানীয়, ক্ষরণ 

কী আছে আমার, বলো, প্রসারিত দুই হাত ভরে 
তোমাকে কী দেব আর? দেহের কলম 
পারিনি লালন করতে, দাওনি সুযোগ, দেব, তোমায় তোষণ 
এতই কঠিন, তাই অবশিষ্ট বীজ 
ভাসিয়ে দিয়েছি আমি তরঙ্গশীর্ষের জলে জলে 
 

© Sajjad Sharif
Audioproduktion: Goethe Institut, 2015