Sajjad Sharif

bengalisch

 

কথার ওপারে

কথার ওপারে যেতে চাই 

সবই দেখি অর্থময়, সবকিছু প্রবল বাঙ্ময়—
যা কিছু সচিহ্ন তার সবটাই সশব্দ হুঙ্কার
হয়ে উঠছে, ভাসিয়ে লোপাট করছে সমস্ত সংসার।
কোথায় সে হ্রদ যার চিরস্থির জলে
ঢিল ছুড়লে তরঙ্গ ওঠে না?

নিরুচ্চার, তুমি জেগে ওঠো

© Sajjad Sharif
Audioproduktion: Goethe Institut, 2015